ঝিংগাবাড়িতে জমে উঠেছে পশুর হাট

 

মামুন চৌধুরী:

সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি বাজারে পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিনই এই বাজারে সমাগম ঘটছে বিপুল সংখ্যক ক্রেতার। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে ছুটে আসেন গরু কেনার জন্য। কেউ বা আসেন যাচাইবাছাই করার জন্য।

স্থানীয়রা জানিয়েছেন, এই পশুর হাটের বৈশিষ্ট্য হলো এখানে দেশি গরুর সমাগম ঘটে বিপুল হারে। শতশত দেশি গরু সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। বাজারে আসা লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ওই এলাকাটি প্রবাসীবহুল এলাকা। তাই এখানকার লোকজন এই বাজারটিকেই প্রাধান্য দিচ্ছে। ক্রেতারা বাজার ঘুরে গরু যাচা্ইবাছাই করতে পারে। সময় সুযোগ মতো তারা পছন্দের গরু সংগ্রহ করেন।

বাজার কমিটির সদস্যরা জানান, এই বাজারে গরুর দাম বরাবরই সহনীয় পর্যায়ে থাকে। ৩০ হাজার টাকায়ও গরু কেনা যায় এই বাজার থেকে। এই বাজারের গরুর মূল্য সর্বোচ্চ এক লাখ টাকা। দেশি গরুর সংগ্রহ প্রায় ১০০ ভাগ হওয়ায় অন্যান্য এলাকার মানুষও এই বাজারে ছুটে আসেন তাদের পছন্দের গরু ক্রয় করতে। স্থানীয়রা জানান সিলেট শহর থেকেও অনেকে ওই বাজার থেকে গরু সংগ্রহ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এই বাজারে গরু ক্রয় বিক্রয়ে বাজার ট্যাক্স (কর) দিতে হয় অনেক কম। শতকরা মাত্র ২ টাকা দিতে হয় চিটে (ট্যাক্স)।

এলাকাবাসী জানান, এই বাজারে গরুর দাম কম হওয়ার মূল কারণ হচ্ছে স্থানীয়রা ২-৩ মাস আগ থেকে গরু সংগ্রহ করে লালন পালন শুরু করেন। পশুর হাটে তা বিক্রি করেন লাভের অংশ কম রেখে।

ঈদের আগের দিন রাত পর্যন্ত এই পশুর হাট ব্যাপকভাবে জমজমাট হয়ে উঠে। স্থানীয়রা আসা করছেন এবার এই বাজারে পশু বেঁচাকেনা রেকর্ড সৃষ্টি করবে।