জৈন্তাপুরে ভারতীয় মদসহ যুবক আটক

 

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেট জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রাম হতে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ৫ বোতল অফিসার চয়েজ মদসহ ১ যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামে জৈন্তাপুর মডেল থানার এস আই প্রদীপ রায়ের নেতৃত্বে এ এস আই রায়হান কবির, নাসির, রুবেল দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক গ্রামের সুনিল দেব নাথের ছেলে লিটন দেব নাথ (২৫) কে আটক করে।

পুলিশ আরও জানায় আটককৃত লিটন দেব নাথ দীর্ঘদিন থেকে মাদকের ব্যাবসা করে আসছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।