কদমতলী এলাকা থেকে ৫ জুয়াড়ী আটক

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীর কদমতলী রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে যমুনা মার্কেটের বিপরীতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার রাত পৌণে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি দল।

আটককৃতরা হচ্ছে, বালাগঞ্জের নাশিউরপুর গ্রামের মৃত ছরকম আলীর ছেলে মঈনুল ইসলাম (৪৮), ওসমানীনগরের মোমিনপুর গ্রামের মৃত কৃতুব উদ্দিনের ছেলে মো. আব্দুল আজিজ (২৯), দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. শওকত হোসেন (৩২), সুনামগঞ্জের দিরাই উপজেলার সোরমা গ্রামের মো. লালু হোসেনের ছেলে মো. জাকির হোসেন (২৭) ও ওসমানীনগরের খাশিপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. শাহাবুল মিয়া (২২)।

আটক আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।