সিলেট নগরীতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির আহ্বান

 

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ঈদুল আজহায় যত্রতত্র কোরবানির পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক।

বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় নগরীর ২৭টি ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের পরিবেশ নিশ্চিত করতে এবং এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে ইমাম ও মোয়াজ্জিনদের প্রতি আহ্বান জানানো হয়।

সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ইসলামী ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ ও ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।