দক্ষিণ সুরমায় ৮ জুয়াড়ি আটক

 

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে এক রুমের ভেতর জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। রবিবার রাত সোয়া ১১টার দিকে কিনব্রিজের দক্ষিণ প্রান্তে শহীদ মিয়ার ভাড়া করা রুমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইন।

আটককৃত জুয়াড়িরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রামের বিজয়খরা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম মিল্লাত (৪৭), দক্ষিণ সুরমার মোমিনখলার মৃত সমর উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩৫), কুচাইর মৃত হারুন অর রশিদের ছেলে লিটন আহমেদ (৩২), ভার্থখলার এলাইছ মিয়ার ছেলে হেলাল মিয়া (২৮), কুচাইর নুরুল ইসলামের ছেলে কামাল আহমেদ (৩৫), কদমতলীর শানু মিয়ার ছেলে রাজু মিয়া (৩২), বরইকান্দির আরফিজ আলীর ছেলৈ চুনু মিয়া (৩০) ও শিববাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)।