কোম্পানীগঞ্জে ইয়াবাসহ আটক ১

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন পাড়ুয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে নিজাম উদ্দিন (৩২)।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মিজানুর রহমান নেতৃত্বে এক দল পুলিশ রবিবার রাত ৮টার দিকে পাড়ুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমা রিয়াশাদ স্টোন ক্রাশারের সামনে থেকে নিজাম উদ্দিনের লুংগির পিছনের গিটে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। স্থানীয়রা জানায় সে বেশ কিছু দিন থেকে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত তাকে আটকের জন্য কয়েক দিন থেকে অভিযান চালিয়ে আজকে সফল হয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

এ ব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে নিজাম উদ্দিন ও তার সহযোগী বদরুলের নামে মাদক আইনে মামলা দায়ের করেন। পুলিশ মিজানুর রহমান মাদকের বিরুদ্ধে কয়েকটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমানের মাদক উদ্ধার করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয়ের নিদের্শনায় কোম্পানীগঞ্জে এ মাসে সব থেকে বেশি অভিযান চালানো হয়েছে এবং বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। কোম্পানীগঞ্জ মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। মাদক ব্যবসায়ীদের কোন ধরণের ছাড় দেয়া হবেনা বলে জানান তিনি।