কানাইঘাটে ইয়াবার চালানসহ গ্রেফতার ১

 

কানাইঘাট প্রতিনিধি:

কানাইঘাট থেকে সহস্রাধিক ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। তার নাম মেজবাহ উদ্দিন (২৬)। তিনি কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামের হাবিবুর রহমানের পুত্র।

শনিবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, শনিবার রাতে কানাইঘাট থানাধীন সাতপারি সাকিনস্থ বাংলাবাজারের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ১ হাজার ৩শ ৫০ পিস ইয়াবাসহ মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত আলামতসহ মেজবাহকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।