কোম্পানীগঞ্জে মাদকসহ নারী আটক

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জে স্বামীর পর এবার মাদকসহ পুলিশের হাতে আটক হলেন স্ত্রী। নাজমা বেগম নামের ওই নারী মাদক ব্যবসায়ীকে শনিবার আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া এলাকার মাদক ব্যবসায়ী খলিল মিয়ার স্ত্রী। এর আগে খলিল মিয়া অন্তত চারবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়। সম্প্রতি সে জামিনে কারাগার থেকে বের হয়ে এসেছে।

অভিযানে নেতৃত্বদানকারী কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন মিয়া জানান, শুক্রবার রাত ১১টার দিকে নাজমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের খাটের নিচে ১৪টি বিয়ারের ক্যান, ৫ বোতল ম্যাকডুয়েল ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নাজমা বেগমকে আটক করা হয়।

এ ঘটনায় আটক নাজমা বেগম ও পলাতক খলিল মিয়ার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এসআই স্বপন।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, নবনিযুক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশে কোম্পানীগঞ্জে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।