কাস্টঘর থেকে ইয়াবাসহ গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর কাস্টঘর এলাকায় র‌্যাব-৯ গত ২৪ জুলাই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। এ ঘটনায় গ্রেফতার করা হয় কাস্টঘরের মৃত দীপক লালের পুত্র বাবু লালকে।

বাবু লালের কাছ থেকে উদ্ধার করা হয় ২,১২৫ পিস ইয়াবা, ৬৫ পুড়িয়া গাঁজা ও বিক্রয়লব্ধ ৮৮,২৬০ টাকা।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।