গোলাপগঞ্জে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

 

গোলাপগঞ্জ প্রতিনিধি :

গোলাপগঞ্জে এক গৃহবধুর আত্মহত্যা করেছে। আত্মহননকারী গৃহবধু উপজেলার ফুলসাইন্দ খলারভাগ গ্রামের শাহিন মিয়ার স্ত্রী নাছিমা বেগম (১৯)।

জানা যায়, গৃহবধু নাছিমা মঙ্গলবার রাত্রের কোনো একসময় ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বুধবার সকালে নাছিমার শাশুড়ি নাছিমার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ গৃহবধু নাছিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে। প্রাথমিক সুরতহালে নিহত গৃহবধুর গলায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই নাছিমার স্বামী শাহিন মিয়ার সাথে পারিবারিক আত্মকলহ চলে আসছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, লাশ ময়না ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে জানা যাবে।