কোম্পানীগঞ্জে ফেন্সেডিলসহ আটক ২

 

কোম্পানীগঞ্জে প্রতিনিধি :

কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজরারের শাহ জালাল এন্টারপাইজের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত পৌনে ২টা দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় এ দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১২৩ বোতল ফেন্সেডিল উদ্ধার করা হয়েছে।

দুই মাদক ব্যবসায়ী হলেন- গোয়াইনঘাট উপজেলার লাকী গ্রামের তাহির আলীর ছেলে ফখর উদ্দিন ও আব্দুল মনাফের ছেলে আলী আহমদ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর এসআই আহাম্মদ আলী বাদি হয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।