এরশাদের মৃত্যুতে জাকিরের শোক

 

ডেস্ক রিপোর্ট:

সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্রনেতা এম জাকির হোসেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৪ জুলাই থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন।