প্রবাসীদের জন্য বীমা চালু করা হবে- প্রতিমন্ত্রী ইমরান

 

ডেস্ক রিপোর্ট

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন- প্রবাসীদের রেমিটেন্স এদেশের অর্থনৈতিক চাহিদা মেঠাতে যথেষ্ঠ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার ইতোমধ্যে প্রবাসীদের জন্য বীমা ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে। যার ফলে বীমা ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত হয়ে কোনো শ্রমিক বিদেশ মারা গেলে তার পরিবার কমপক্ষে ৫ লক্ষ টাকা পাবে।

তিনি শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা এবং বাস্তব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনে নিরাপদ অভিবাসনের একমাত্র উপায় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক গঠন করে দিয়েছে। যার ফলে জায়গা-সম্পত্তি বিক্রি না করেও ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে যেতে পারবে। অবৈধভাবে টাকা লেনদেন ঠেকাতে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যা বৈধ পন্থায় টাকা পাঠালে প্রবাসীরা উপকৃত হবেন এবং বিদেশ থেকে কোন শ্রমিক ফেরত আসলে সেও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবে। তবে- যদি কেউ অবৈধভাবে টাকা দেশে পাঠায় তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোনের সে সুযোগ সুবিধা পাবেননা।
তিনি বলেন, অবৈধভাবে ইউরোপে পাড়ি জমিয়ে সমুদ্রে মারা যাওয়ার দৃশ্য সরকার দেখতে চায়না। তাই বিদেশগামী সবাইকে বৈধ পথে যাতায়াত করার জোড়ালো আহŸান জানান।
এর আগে সকাল সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরিনগর ভাঙ্গার দোকান হতে বরাঙ্গের ব্রীজ পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন, বিকাল ৪টায় প্রতিবন্ধিদের কাছে হুইল বিতরণ, বিকাল সাড়ে ৪টায় ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি।

অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল পিপি এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, এএসপি (সার্কেল) নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, জেলা আ.লীগের সদস্য এড. আজমল আলী, গোয়াইনঘাট উপজেলা আ.লীগের সভাপতি ইব্রাহিম আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগের সহ সভাপতি হাজী মো. নুর মিয়া, রফিকুল হক এম.এ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, টুকেরবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুন্নবী, সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাকির উদ্দিন, এড. হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, উপজেলা আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক খলিলুর রহমান, ১নং পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. জামাল উদ্দিন, ২নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মিয়া, ৫নং উত্তর রণিখাই ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, ৬নং দক্ষিণ রণিখাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন, তেলিখাল ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. কমর উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস, হাজী রিয়াজ উদ্দিন, উত্তর রণিখাই আ.লীগের সভাপতি কালা মিয়া, পশ্চিম ইসলাম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ইছাকলস ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা আ.লীগ নেতা হাজী মন্তাজ আলী, সোনা মিয়া মেম্বার, শফিক মেম্বার, সুহেল মেম্বার, সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহŸায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহŸায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, উপজেলা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য তোফাজ্জুল হক, ইকবাল হোসেন, তজব আলী, মো. জুয়েল আহমদ, এম. সোহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, সহ সভাপতি সামসুল আলম, সিরাজুল ইসলাম, রূপক চন্দ্র দাস, দিলোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম, সাইফুর রহমান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্ত, দক্ষিণ রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি জমির হোসেন, সহ সভাপতি বাবুল মিয়া, এখলাছ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস প্রমুখ।
সকাল ১০টায় ইমরান আহমদ কারিগরি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ইমরান আহমদ কারিগরি কলেজের সাথে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নির্মাণের জায়গার ব্যবস্থার করার জন্য উপস্থিত সকলের প্রতি আহŸান জানান। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক কামাল আহমদের পরিচালনায় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন প্রতিমন্ত্রী ইমরান আহমদ। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক হেলাল আহমদ, আনোয়ার হোসেন, রায়হান হোসেন, শাহিনুর আলম, বশিরুল ইসলাম, কয়েছ আহমদ।