ফেঞ্চুগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

 

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

সিলেটের ফেঞ্চুগঞ্জ উতু মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় ৬ জনকে আটক করে জিঙ্গাসাবাদ করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে।

এদিকে, উপজেলার ঘিলাছড়ার যুধিষ্ঠিপুর গ্রামে উতু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৭ টায় ঘিলাছড়া ইউনিয়নের সৈয়দ আলী শাহ (রঃ) মাজার সংলগ্ন মাঠে জানাজা শেষে মাজারের কবরস্থানে উতু মিয়ার লাশ দাফন করা হয়েছে।

উতু মিয়ার বড় ভাই অটোরিকশা চালক মুক্তার আলী জানান, ময়না তদন্ত শেষে মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৭ টায় ঘিলাছড়া সৈয়দ আলী শাহ (রঃ) মাজার সংলগ্ন মাঠে জানাজা শেষে মাজারের কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান জানান, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে দিনমুজুর উতু মিয়ার মৃত্যু আঘাতজনিত কারণে নয়। ওই সময় সে অভূক্ত ছিল। ময়না তদন্তের পুরো রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ফেঞ্চুগঞ্জে ঘিলাছড়া ইউনিয়নে সোমবার (১ জুলাই) রাতে রাস্তায় পড়ে থাকা দিনমুজুর উতু মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনক ৬ জনকে আটক করা হয়। তবে পুলিশের সুরতহাল রিপোর্টে উতুর দেহে আঘাতের কোন চিহ্ন না থাকায় এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু এ নিয়ে ধুম্র জালের সৃষ্টি হয়। নিহত উতু মিয়া যুধিষ্টিপুর (পশ্চিমটিলা) গ্রামের মৃত মফজ্জিল আলীর ছেলে। পরে উদ্ধারকৃত রক্তাক্ত লাশ ওসমানি হাসপাতাল মর্গে পাঠানো হয়।