মিরাবাজারে গরুর ট্রাক ছিনতাইকালে আটক ২

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরের মিরাবাজার এলাকা থেকে ২০টি গরুসহ ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় কোতোয়ালী থানা পুলিশের কাছে আটক হয় ২ ছিনতাইকারী।

রোববার (৩০ জুন) রাত সাড়ে তিনটার দিকে কোতোয়ালী মডেল থানাধীন মিরাবাজারস্থ দাদাপীর মাজারের সামন থেকে তাদের আটক করা হয়।

সোমবার (১ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মূসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আটককৃত ২জন চিহ্নিত ছিনতাইকারী। ২০(বিশ)টি গরু সহ ট্রাক ছিনতাইকালে কোতোয়ালী থানা পুলিশ হাতেনাতে তাদের আটক করে। আটককৃত মুরাদ হোসেন (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সাহাপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে বর্তমানে সিলেটের জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকার বাসিন্দা। অপর ছিনতাইকারীর নাম শাহীন আহমদ (৩১)। সে কোম্পানীগঞ্জ উপজেলার দলেরগাঁও গ্রামের মৃত মাওলানা আব্দুল হাইয়ের ছেলে। আটককৃতদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।