লায়ন্স ক্লাব অব সিলেটের দায়িত্ব হস্তান্তর

 

ডেস্ক রিপোর্ট:

লায়ন্স ক্লাব অব সিলেট ‘প্রাক্তন প্রেসিডেন্ট সম্মাননা’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার রাত ৮টায় মির্জজাঙ্গলস্থ একটি অভিযাত হোটেলে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে ২০১৯-২০২০ বর্ষের কার্যকরী কমিটির নিকট ক্লাবের দায়িত হস্তান্তর করা হয়েছে।

লায়ন্স ক্লাব অব সিলেট প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১ এর প্রাক্তন জেলা গর্ভনর লায়ন ডা. আজিজুর রহমান। লায়ন্স ক্লাব অব সিলেটের সাধারন সম্পাদক লায়ন মো. মুহিতুর রহমানের সাবলীল উপস্থাপনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লায়ন মুহিবুর রহমান, লায়ন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাবর, লায়ন নুর আহমেদ, লায়ন ডা. শামিমুর রহমান, লায়ন ডা. তাহুর আব্দুল­াহ চৌধুরী, লায়ন জোবায়ের আহমদ চৌধূরী এম জে এফ, লায়ন মো. আব্দুল হামিদ, লায়ন এমরান আহমদ, লায়ন প্রেফেসর ডা, এম এ গফফার, লায়ন ডা. সুলেইমান আহমদ, লায়ন অঞ্জন কুমার দাস, লায়ন হুমায়ুন কবির, লায়ন মো. মিছবাউল ইসলাম, লায়ন মোসাব্বির মাহমুদ মুসা, লায়ন আব্দুস সত্তার সুয়েব।

লায়ন রীতি অনুসারে আনুগত্যের শপথ পাঠ করেন লায়ন আব্দুল্লাহ আল মামুন, কোরাআন তেলাওয়াত করেন লায়ন ফজজুল বাছিত।

এসময় কুশিয়ার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন- লায়ন শামসুল ইসলাম, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা থেকে লায়ন নাজনিন হোসেন, লায়ন আছমা কামরান, লায়ন হেলেন আক্তার, সিলেটের সিনিয়র লায়ন মনসুল আলম চৌধুরী, লায়ন্স রোজভিউর পক্ষ থেকে আমিনুউদ্দিন, লায়ন্স ক্লাব এ্যামিনেন্ট লায়ন মিছবাহ উদ্দিন, হলি সিটি লায়ন্স ক্লাব থেকে লায়ন আব্দুল মুকিত ।

এসময় লায়ন্স ক্লাব অব সিলেট বর্তমান সভাপতি মাজহারুল অনোয়ার শাহজাহান ২০১৯-২০২০ সালের সভাপতি লায়ন আব্দুল হামিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।