আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

 

ডেস্ক রিপোর্ট:

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি. সিলেট জোনের ১২টি শাখার শাখা ব্যবস্থাপক, দ্বিতীয় কর্মকর্তা, বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান ও বিনিয়োগ বিভাগের প্রধানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে দিনব্যাপী ‘‘ইন্টারনেল ইনভেষ্টমেন্ট রিস্ক রেটিং সিস্টেম (আইআইআরআরএস)’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুর রহমান আশরাফীর সভাপতিত্বে ও জোনাল অফিসের দ্বিতীয় কর্মকর্তা ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নুরুল আম্বিয়া চৌধুরী ও প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক এর টেনিং ও রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহিম দুয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেনিং ও রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুর রহমান।

সভার শুরুতে পবিত্র কোরআনের উপর উক্ত বিষয় নিয়ে আলোচনা করেন তৌহিদ সিদ্দিকী।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের জিন্দাবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক মো. এ.এস.এম গৌছ উদ্দিন সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া শাখার এভিপি ও ব্যবস্থাপক আব্দুর রহমান ভূইয়া, মাধবপুর শাখার এভিপি ও ব্যবস্থাপক মো. ফরহাদ আলী, বিয়ানীবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক এ.কে.এম মিজানুর রহমান, শ্রীমঙ্গল রূপশপুর শাখার এভিপি ও ব্যবস্থাপক মো. কয়ছর খান, লালদিঘীরপাড় শাখার ব্যবস্থাপক ফারুক মিয়া, আম্বরখানা শাখার ব্যবস্থাপক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তন্তরবাজার শাখার ব্যবস্থাপক মো. মোজাহারুল ইসলাম চৌধুরী, কুটিবাজার শাখার ব্যবস্থাপক মো. মোহাম্মদ রফিকুল ইসলাম, আখাউড়া শাখার ব্যবস্থাপক মো. আশেকুর রহমান, আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মো. আবুল হাসেম, মো. কামরুজ্জামান প্রমুখ।