বিয়ানীবাজারে সংঘর্ষে আহত ১৫

 

বিয়ানীবাজার প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দুটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ১৫ জন ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

শুক্রবার রাত ১১টা থেকে দুই ঘন্টাব্যাপী মাথিউরা ইউনিয়নের পূর্বপার ও মোল্লাপুর ইউনিয়নের লাসাইতলার দুই দল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর জানান, রাস্তায় কালভার্ট নিয়ে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিশ গিয়ে ৬-৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ইউনিয়নের চেয়ারম্যান সমস্যা সমাধানের দায়িত্ব নিয়েছেন। তারা ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এখনো কোনো পক্ষ থানায় মামলা দায়ের করেনি।