প্রকাশিত সংবাদ সম্পর্কে পপি আক্তারের বিবৃতি ও প্রতিবাদ

গত ৩০ জুন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “সিলেটের আলোচিত ছিনতাইকারী পপি ও স্বপ্না আটক” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশে আমার আংশিক দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে সব সংবাদ প্রকাশ করা হয়েছে তা হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছুই না। আমি প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
বিবৃতিতে তিনি বলেন, আমি বাংলাদেশের আইন মান্যকারী একজন সাধারণ নাগরিক। আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরিচালিত সকল কর্মকান্ডের উপর শ্রদ্ধাশীল। আমি সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডের শাহজালাল উপশহরস্থ তেররতন এলাকার একজন স্থায়ী বাসিন্দা। অত্র ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমার সম্পর্কে অবগত রয়েছেন। আমার নিজস্ব কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যা সবারই জানা। এলাকায় আমার অনেক সুনাম রয়েছে। মূলত যাকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সে আমার ভাড়াটিয়া স্বপ্না।
বিবৃতিতে তিনি বলেন, উক্ত অনলাইন পোর্টালে যে সব কথা প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যমুলক। আমি কখনো এই সবের কোনটার সাথে জড়িত ছিলাম না। উক্ত সংবাদে আমাকে হয়রানি করার জন্য এসব মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে একটি চক্র। আমি উক্ত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য মুলক সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং পাশাপাশি সাংবাদিক ভাইদের যাচাই-বাচাই পুর্বক তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।