সিলেটের জেলা প্রশাসক পেলেন সুভেনির ব্যাট

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব এম. কাজী এমদাদুল ইসলামকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কবৃন্দের অটোগ্রাফ করা সুভেনির ব্যাট ও বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের অটোগ্রাফ করা জার্সি শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সিলেট বিভাগীয় কোচ, বঙ্গবন্ধু বি.পি.এল রাজশাহী রয়্যালসের হেডকোচ রাজিন সালেহ।

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজে তিনি এ শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার অলক কপালি।
এসময় রাজিন সালেহকে জেলা প্রশাসক ধন্যবাদ জ্ঞাপন করেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক খোঁজ খবর নেন এবং সব ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।