দক্ষিণ সুরমায় গ্রেফতারি পরোয়ানার আসামি আটক

 

ডেস্ক রিপোর্ট:

র‌্যাব-৯ এর একটি দল ২৮ জানুয়ারি রাত ৮ টার দিকে সিলেট দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মকবুল হোসেন উরফে মখলিছুর রহমান মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার রানাদিয়া গ্রামের মৃত কোরবান আলীর পুত্র।

মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ অফিসার মো. সামিউল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।