সিলেটে ছিনতাই হওয়া মোবাইলসহ গ্রেফতার ৩

 

নিজস্ব প্রতিবেদক:

ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিলেটের শাহপরান থানা পুলিশ। তিন ছিনতাইকারীর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া টাকা ও মোবাইল। এসএমি পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সিলেটের স্কলার্সহোমের একাদশ শ্রেণির ছাত্র মাহফুজুল ইসলাম খান এমসি কলেজ ক্যাম্পাসে ২৭ জানুয়ারি বেড়াতে যান। সেখানে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে মাহফুজের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের পিছু নেয়। স্থানীয় নুরপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সিলেট শহরতলির আলুরতল এলাকার হিরা মিয়ার পুত্র আরিফ আহমদ (২২), নেত্রোকোনার পূর্বধলা থানার আটকান্দার এখলাছ মিয়ার পুত্র রাসেল আহমদ (২৩) ও মৌলভীবাজার জেলার আটগাঁও গ্রামের বিপ্লব দে‘র পুত্র অনিক দে (২২)। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাই হওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে।

এ ঘটনায় শাহপরান থানায় একটি মামলা হয়েছে।