সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পিঠা উৎসব সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এমইউ থিয়েটার এবং এমইউ কালচারাল ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। সোমবার শুরু হওয়া উৎসব শেষ হয় মঙ্গলবারে। উৎসব শেষে অংশগ্রহণকারী স্টলগুলোকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, কালচারাল ক্লাবের সভাপতি ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রমা ইসলাম, এমইউ থিয়েটারের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আশরাফুজ্জামান ইয়াজদানি রাজু, সভাপতি ও ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক তাসনুভা তাবাসসুম। উপস্থিত ছিলেন এমইউ থিয়েটারের সহসভাপতি তাওহীদুর রহমান, সাধারণ সম্পাদক দিপীকা মালাকার, সহ-সাধারণ সম্পাদক সাবিদ মাহমুদ, কালচারাল ক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সালেক খান প্রমুখ।

পিঠা উৎসবের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী স্টলগুলো ছিল পান্তুয়া, ময়ূরাক্ষী, রসের পিঠা, পানখিলি, ব্যাচেলর পয়েন্ট, রাজকীয় পিঠাঘর, ফুলঝুড়ি প্রভৃতি। উৎসবে দুধচিতই, মালপোয়া, শাহী ফিরনি, দুধপুলি, লবঙ্গ লতিকাসহ হরেক রকমের পিঠা ছিল।