সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

 

ডেস্ক রিপোর্ট:

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ জানুয়ারি বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের পরিচালক একেএম সাফায়েত আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তাহমীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল মিয়া, সহকারী শিক্ষা অফিসার আশরাফু আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, এড. জামাল উদ্দিন, ৮নং তোয়াকুল ইউপি চেয়ারম্যান মো. খালেদ আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, রাধারানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক ভট্টাচার্য্য, সহকারী শিক্ষক নাসিমা বেগম, নাসমিনা পারভীন তালুকদার, গায়ত্রী রানী দাস, এনাক্ষী চৌধুরী, শাকেরা বেগম শাওন, বাতাসী রবি দাস, প্রশিক্ষক হাসান আলী বাদল, প্রদীপ মিধা, লিটন আহমদ।

বিভাগীয় পর্যায়ে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ান হয়- গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ান হয় সদর উপজেলার রাধারানি সরকারি প্রাথমিক বিদ্যালয়।