জৈন্তাপুরে বিএসএফর ধাওয়ায় ২ চোরকারবারি আহত

 

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত দিয়ে চোরাইপথে গরু আনার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

২৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে লালাখাল সীমান্তে ১৩০১ নং আন্তর্জাতিক পিলার বাঘছড়া এলাকার কয়েকজনের সঙ্গে ভারত থেকে চোরাই পথে গরু আনতে যান রাসেল আহমদ ও আব্দুল জলিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও খাসিয়ার ধাওয়া খেয়ে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়।

জৈন্তাপুর হাসপাতালের দায়িত্ব রত আবাসিক চিকিৎসক রুবেল আহমদ জানান, রাতে জরুরী বিভাগে চিকিৎসা নিতে রাসেল নামে একজন রোগী এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান এ চিকিৎসক।

উল্লেখ্য, ৩১শে ডিসেম্বর ২০১৯ সনে উপজেলা নির্বাহী অফিসার জৈন্তাপুরে যোগদানের পর চোরাচালান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় সীমান্তে কোনো প্রকার ভারতীয় গরু অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করবেনা।