কর্মচারীদের পদ পদবী পরিবর্তনের দাবিতে সিলেটে বাকাসসের সমাবেশ

 

ডেস্ক রিপোর্ট:

বাকাসস কেন্দ্রিয় কমিটির দেশব্যাপী আন্দোলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বাংলাদেশ কালেক্টরেট, সিলেট জেলা দু’ঘন্টা কর্মবিরতি পালন করে। সকাল ৯ টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দু’ঘন্টা কর্মবিরতির কর্মসচিী পালিত হয়।

কেন্দ্র ঘোষিত বাংলাদেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগীয় শহরে এ কর্মসূচি একযোগে পালিত হয়।

সিলেট জেলার সহসভাপতি কাঞ্চনবরণ লস্করের পরিচালনায় সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মবিরতিকালে কালেক্টরেট প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি দেবাংশু ভট্টাচার্য্য, সহসভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আজিম উদ্দিন, কেন্দ্রিয় নেতা আজমল খান, ফিরোজ আহমদ, জামাল উদ্দিন, অশোক বৈশ্য, কাওসার আহমদ, সজল চন্দ্র আচার্য্য, মঈনুল হোসেন প্রমুখ।