কানাইঘাটে ন্যাশনাল লাইফের মরনোত্তর বীমা দাবির চেক প্রদান

 

কানাইঘাট প্রতিনিধি:

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে কোম্পানীর দুই গ্রাহকের মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার বেলা ১২টায় কোম্পানীর কানাইঘাট জোনাল অফিস প্রাঙ্গনে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়।

কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট নির্মেলেন্দু বাড়ৈ’র সভাপতিত্বে ও গণবীমার ইনচার্জ সোহেল আহমদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ মুফাজ্জিল হুসাইন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ জসিম উদ্দিন, সদর ইউপি সদস্য আব্দুল গফুর, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রশীদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ এডঃ আব্দুল হাই।

অনুষ্ঠানে শেষে কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের গ্রাহক মরহুম মখলিছুর রহমানের নমিনিকে ২লক্ষ ৩০ হাজার ৭শত ৩ টাকার চেক ও মরহুমা ফরিদা বেগমের নমিনিকে ৯২ হাজার ৯শত ৭৭ টাকার চেক তোলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স তাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান, মরনোত্তর বীমা দাবী পরিশোধ সহ গ্রাহকদের পলিসি প্রদানের মাধ্যমে দেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।