জৈন্তাপুরে বিদেশি সিগারেটসহ আটক ২

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের জৈন্তাপুর থেকে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশী সিগারেটসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৯।

রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে জৈন্তাপুর থানার দরবস্ত পূর্ব বাজার মধ্যগলির সামনে থেকে ২,৪৫,৪০০ (দুই লক্ষ পয়তাল্লিশ হাজার চারশত) পিস আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ দুই জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছে সিলেটের কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের কনাই মিয়ার ছেলে আশিক আহমেদ (২২) ও জৈন্তাপুর থানার নকিরবন গ্রামের মোঃ আজিজ আহমেদের ছেলে মো. পারভেজ আহমেদ (১৮)।

উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মো. সামিউল আলম।