বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এমসি কলেজ ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দিঘলী কাজিবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এমসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এমসি কলেজের আরেক ছাত্র। সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে কলেজে আসছিলেন এমসি কলেজের ছাত্র দিঘলী গ্রামের শুভাষ নন্দীর ছেলে শোভন নন্দী (১৭) ও একই এলাকার আনন্দ ঘোষের ছেলে আকাশ ঘোষ (১৭)। মোটরসাইকেলে তারা কাজিবাড়ি এলাকায় আসামাত্র একটি লেগুনা তাদেরকে ধাক্কা দেয়। এসময় তাদের মোটরসাইকেলসহ তারা নিচে পড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা শোভন নন্দীকে মৃত ঘোষণা করেন। আহত আকাশ ঘোষ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।