আইনজীবীরা সমাজের অনেক ক্ষেত্রেই বিচরণ করেন: মহানগর দায়রা জজ

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম বলেছেন, আইনজীবীরা আইন অঙ্গনে শুধু আইন চর্চাই করেন না, এর পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ সমাজের অনেক ক্ষেত্রেই বিচরণ করেন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির ল’ইয়ার্স ফুটবল ফ্যানস আয়োজিত ৫ম প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম মহানগর দায়রা ইয়াছিন আরাফাত।

খেলোয়াড়দের উদ্দেশ্যে সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম আরও বলেন, খেলোয়াড়ি মনোভাব নিয়ে প্রতিপক্ষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে আপনারা খেলবেন। যদিও আপনাদের মধ্যে অনেকেরই খেলার বয়স ইতিমধ্যেই শেষ হয়েছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে ৫টি বার হলের সমন্বয়ে গঠিত ৬টি দলের মধ্যে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ১নং বারের দুরন্ত একাদশ, ২নং বারের সুরমা স্পোর্টিং ক্লাব ও সোনার বাংলা ফুটবল দল, ৩নং বারের টাইগার ইলেভেন, ৪নং বারের ফোর ইলেভেন সুপার স্টার এবং ৫নং বারের দুর্বার স্পোর্টিং ক্লাব।

উল্লেখ্য, ল’ইয়ার্স ফুটবল ফ্যানস কর্তৃক ৫ম বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে আইনজীবীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যরা হচ্ছেন নিজাম উদ্দিন, এটিএম ফয়েজ উদ্দিন, একেএম শমিউল আলম, মো. আতিকুর রহমান শাবু, আলী মোস্তফা মিশকাতুন নুর, দিলীপ কুমার কর, বিজয় কুমার দেব বুলুসহ ২০ জন।