নগরী থেকে ইয়াবাসহ আটক এক

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের নগরী থেকে অনুপম হোসেন অমি (২০) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নগরীর উপশহর এলাকার মেন্দিবাগ পয়েন্ট থেকে তাকে আটক করে র‍্যাব-৯।

এ সময় তার কাছ থেকে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

উল্লেখ করে র‍্যাব জানায়, সে সিলেট কোতোয়ালি থানার মাছিমপুর এলাকার আবুল মোহাম্মদের ছেলে।

পরে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।