পুলিশিং সেবায় অনন্য একজন “শ্যামল বণিক” বইয়ের মোড়ক উন্মোচন

 

জৈন্তাপুর প্রতিনিধি:

পুলিশিং সেবায় অনন্য একজন “শ্যামল বণিক” বইয়ের মোড়ক জন্মোচিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যামে জেলা প্রশাসক মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বইয়ের মোড়ক উন্মোচিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার চৌধুরী।

বইটির মোড়ক উন্মোচন করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পি পি এম। পুলিশিং সেবায় অনন্য একজন “শ্যামল বণিক” গ্রন্থের সম্পাদক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণীক, মোহাম্মদ ইকবাল- অধ্যক্ষ মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজ, রাজনগর। সৌমিত্র দেব, সাধারন সম্পাদক বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন। তামান্না আক্তারের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন বশির উদ্দিন, ভাইস চেয়ারম্যান জৈন্তাপুর উপজেলা পরিষদ। রাজনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, বঙ্গবন্ধু লেখক পরিষদের মৌলভীবাজার জেলা র সাধারন সম্পাদক কবি অসিত দেব লংলা টি ষ্টাপ এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রাজা বেলাল।

স্বাগতিক বক্তব্য রাখেন পুলিশিং সেবায় অনন্য একজন শ্যামল বনিক বইয়ের সম্পাদনা পরিষদ সদস্য খছরু চৌধুরী আবুল কালাম আজাদ চৌধুরী মোহাম্মদ মেরাজ, সাংবাদিক মীর শোয়েব আহমদ, অর্থ সম্পাদক জৈন্তাপুর প্রেসক্লাব, সাংবাদিক মোঃ সুহেল আহমদ জৈন্তাপুর প্রতিনিধি দৈনিক বাংলাদেশের আলো প্রমুখ। বইটির মোড়ক উন্মোচন কালে বক্তৃতায় পুলিশ সুপার বলেন শ্যামল বণিক উনার কাজের প্রতি অত্যান্ত দায়িত্বশীল অত্র এলাকায় প্রশংশনীয়। মানুষকে আমরা থানামুখী করতে চাই, প্রতিটা থানা হোক দালাল মুক্ত, নির্ভয়ের জায়গা। এছাড়াও বিভিন্ন বীর মুক্তিযুদ্ধা, শ্রমজীবি, পেশাজীবি, রাজনৈতিক সাংবাদিক উপস্থিত ছিলেন।