গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের রাঙাডহর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাসিন্দা মিহির আহমদ (২৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, নিহত মিহির আহমদ মোটরসাইকেল যোগে ঢাকাদক্ষিণ থেকে নিজ বাড়ী চারখাইয়ে যাওয়ার পথে পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন। তিনি রাঙাডহর বাজার এলাকায় আসামাত্র মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে একটি বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি বলে জানান।