ফেঞ্চুগঞ্জে সড়কের পাশ থেকে অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের ফেঞ্চুগঞ্জে শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন মাসে তিনটি অপরিপক্ক শিশুর লাশ উদ্ধার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো একটি অপরিপক্ক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেন তারা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এদিকে গত দেড় মাসে ফেঞ্চুগঞ্জে ৩টা অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধারে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা মনে করছেন, ফেঞ্চুগঞ্জে কোথায় অবৈধ গর্ভপাত করানো হয় তা দ্রুত খোঁজ নেওয়া প্রয়োজন।