ওসমানী হাসপাতাল থেকে ২ দালাল আটক

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ বাহিনী। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্থান্তর করলে থানা থেকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রস্তুতি চলচ্ছে।

আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার ননশ্রী গ্রামের সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৩), সিলেট এয়ার্পোট থানার কুনাটিলা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল কাইয়ুম (৩৮)।

এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন বলেন, ওসমানী মেডিকেল হাসপাতালের বর্হি বিভাগ হইতে রোগীর স্বজনদের কে বাহিরে টেস্ট করানোর জন্য নিয়ে যাওয়ার কালে গোপন সংবাদে দুই জন দাললকে আটক করা হয়। ওসমানী হাসপাতালকে দালাল ও প্রতারক মুক্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।