গোলাপগঞ্জ আ.লীগের নেতৃত্ব অপরিবর্তিত

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন হয়নি। ১৫ বছর আগে হওয়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই আবার নেতৃত্ব পেয়েছেন নতুন কমিটিতে। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে সভাপতি ও রফিক আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের প্যাডে কমিটির অনুমোদন দেন সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

গত ১৩ নভেম্বর গোলাপগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন সমাপ্ত হয় বিশৃঙ্খলার মধ্য দিয়ে। দীর্ঘ ১৬ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হলেও সেদিন নেতৃত্ব নির্ধারণ করা হয়নি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের নেতৃত্ব নির্ধারণে কেন্দ্র ও জেলার নেতারা সমঝোতার প্রস্তাব দিলে বিক্ষুব্ধ হয়ে উঠেন উপজেলার কাউন্সিলররা। কাউন্সিলররা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের জন্য শ্লোগানের মাধ্যমে কেন্দ্র এবং নেতাদের আহবান জানান। এ নিয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলে নেতৃত্ব নির্ধারণ না করেই পুলিশি প্রহরায় সম্মেলনস্থল কেন্দ্র থেকে বের হয়ে আসেন নেতারা।

পরে জেলার নেতারা এ উপজেলার নেতৃত্ব নির্ধারণে ব্যর্থ হলে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেন। সেখানেও এ বিষয়ে অনেক জল ঘোলা হলে শেষমেশ সমাধান দেন সভাপতি শেখ হাসিনা।