জকিগঞ্জে ১২শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

 

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ১২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার বিরশ্রী ইউনিয়নের বড়পাথর সাকিন এলাকা থেকে আলতাফ হোসেন (৩২) নামের ওই যুবককে সোমবার দিবাগত রাত আড়াইটায় আটক করা হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আলতাফ ওই এলাকার মৃত আব্দুস শুকুরের ছেলে।

পুলিশ জানায়, আলতাফ হোসেনের বসত ঘর থেকে ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়।

পুলিশের অভিযান টের পেয়ে আলতাফের সহযোগী একই এলাকার মৃত আমান উল্লাহর ছেলে আনোয়ার এবং জমির আলীর ছেলে মোহাম্মদ আলী মন্টু পালিয়ে যায়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, ইয়াবা আটকের ঘটনায় এসআই পরিতোষ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা করেছেন। আটক আলতাফকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়াদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।