বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পুলিশ লাইন্সের মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম প্রমুখ।