সিলেটে বিএনপির মিছিল, ককটেল বিস্ফোরন

 

নিজস্ব প্রতিবেদক :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এ আদেশের পরেই সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি সিলেট আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তালতলা পয়েন্টে গিয়ে সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে আবারো মিছিল নিয়ে সুরমা পয়েন্টে আসেন তারা। মিছিল থেকে সুরমা পয়েন্টে একটি ককটেল বিস্ফোরিত হয়।

মিছিলে বিএনপি নেতা আলী আহমদ, ফরহাদ চৌধুরী শামীম, মিফতাহ সিদ্দীকি, ইশতিয়াক সিদ্দীকি, আব্দুল আহাদ খান জামালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।