গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা আইয়ুব আলীর শয্যা পাশে দলীয় নেতৃবৃন্দ

 

ডেস্ক রিপোর্ট:

গোয়াইনঘাট উপজেলা তোয়াকুল ইউনিয়ন পরিষদের গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সাবেক সদস্য, ৮নং ওয়ার্ডের বর্ষিয়ান নেতা, ৭ বারের নির্বাচিত মেম্বার আইয়ুব আলী ব্রেইন স্ট্রোক করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে আসেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক শাখায় কর্মরত মখলিছুর রহমান রনি, শিক্ষানবিশ এডভোকেট আপ্তার মিয়া, শিক্ষক এম এ রউফ, শিক্ষানবিশ এডভোকেট মোহাম্মদ শওকত আলী, তোয়াকুল ইউনিয়ন যুবদল নেতা সেলিম আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম-সম্পাদক সাহেদ আহমদ, ছাত্র নেতা জয়নাল আবেদীন ও পারভেজ আহমেদ।

চিকিৎসাধীন আইয়ুব আলীর ছোট ভাই উসমান আলী তার ভাইয়ের রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।