ওসমানীনগরে অস্ত্রসহ ডাকাত শহিদ গ্রেফতার

 

অনলাইন ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে অস্ত্রসহ শহিদ নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ব্রাক্ষ্মন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের আব্দুল আজিজের পুত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত শহিদের বিরুদ্ধে ৬টি ডাকাতি মামালাসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক শহিদকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’