ওসমানীনগরে ৮ দিন পর তরুনীর মস্তক উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট:

ওসমানীনগরে মস্তক বিহীন লাশ উদ্ধাররের ৮ দিন পর অবশেষে অজ্ঞাতনামা তরুনীর (২০) এর মস্তক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বুরঙ্গা ইউপির যুগিনীঘর হাওয়রের মস্তক বিহীন দেহ উদ্ধারকৃত স্থান থেকে ২শ গজ দূরত্বে লাশের মস্তক উদ্ধার করা হয়। তবে, দেহ উদ্ধার ও মামলা দায়েরর ৮ দিন অতিবাহীত হলেও তরুনীর পরিচয় শনাক্ত বা ঘটনায় কোন ক্লু উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক অজ্ঞাতনামা ওই তরুণীর দেহ থেকে বিচ্ছিন্নকৃত মস্তক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মস্তক বিহীন দেহ উদ্ধারের পর মস্তক উদ্ধারে পুলিশ তৎপর ছিলো। অবশেষে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সোমবার দেহ উদ্ধারকৃত স্থানের একই হাওর থেকে মস্তক উদ্ধার করা হয়েছে। তবে মস্তকটি শুকিয়ে প্রায় কঙ্কাল হয়ে গেছে। ঘটনার ক্লু উদ্ধারের পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, ২ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুরঙ্গা ইউপির যুগিনীঘর হাওরে মস্তক বিহীন এক তরুনীর দেহ উদ্ধার করে পুলিশ। পরদিন থানার এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।